বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

নতুন রোগের ঝুঁকিতে শিশুরা!

নতুন রোগের ঝুঁকিতে শিশুরা!

প্রাণঘাতী করোনার তান্ডবে বিপর্যস্ত বিশ্ব। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে শিশুদের স্বাস্থ্য। দেখা গেছে, ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পরও শিশুদের মধ্যে প্রদাহজনিত নানা সমস্যা মাথা চাড়া দিচ্ছে। জ্বর, সর্দি, ত্বক শুষ্ক হয়ে খোসা ওঠা, হাতের তালু বার বার ঘেমে ওঠার মতো সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মধ্যে। বিশেষজ্ঞরা বলেছেন, এ ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে রক্তের শিরা ও ধমনির মাধ্যমে। চিকিৎসকরা জানিয়েছেন, এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কাওয়াসাকি ডিজিজ বলা হয়। মূলত পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যেই এই সমস্যা দেখা দেয়। এই কাওয়াসাকি ডিজিজে আক্রান্ত শিশুর শরীরে জ্বর, সর্দি, ত্বক শুষ্ক হয়ে খোসা ওঠা, হাতের তালু বার বার ঘেমে ওঠার মতো সমস্যা ছাড়াও শরীরে লালচে র‌্যাশ, কনজেক্টিভাইটিস, ঠোঁট এবং জিবে প্রদাহ বা জ্বালা ভাবের মতো সমস্যা দেখা দেয়।

সর্বশেষ খবর