বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

সীমান্তে পাকিস্তানের বাড়তি সেনা

লাদাখ নিয়ে কোনোভাবেই ভারত ও চীনের মধ্যে উত্তেজনা কমছে না। দিন যত যাচ্ছে দুই দেশেই সীমান্তে তত ভারি অস্ত্র মজুত করছে। এরমধ্যে সেখানে নতুন ভূমিকায় হাজির হয়েছে পাকিস্তান। লাদাখ সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করছে পাকিস্তান। সেই সংখ্যা ২০ হাজারের বেশি। এদিকে ভারত অভিযোগ করেছে, কাশ্মীর এবং লাদাখে ঢুকে ভারতে ‘অন্তর্ঘাত’ সৃষ্টির ছক কষছে প্রায় শ’খানেক প্রশিক্ষিত পাকিস্তানের জঙ্গি।  সূত্রের খবর, ইতিমধ্যেই গিলগিট-বাল্টিস্তান হয়ে উত্তর লাদাখ সীমান্তের উদ্দেশে রওনা  দিয়েছে ২০ হাজার পাকিস্তানি সেনা। প্রয়োজনে ওই এলাকায় আরও বাহিনী পাঠাতে পারে পাকিস্তান।

 

ইরানে বিস্ফোরণে নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানের উত্তরে এক ক্লিনিকে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। অক্সিজেন সিলিন্ডার থেকে বিস্ফোরণের সৃষ্টি বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে এই বিস্ফোরণে আরও বহু লোক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে, ওই বিস্ফোরণ ঘটেছে ‘গ্যাস লিকেজ’ থেকে।

 

পিআইএর ফ্লাইট ৬ মাস নিষিদ্ধ

পাকিস্তানের বিমানমন্ত্রী জানিয়েছিলেন, সে দেশের ৪০ শতাংশ বিমানচালকের লাইসেন্সই ভুয়া। তারা কখনো কোনো পরীক্ষাতেই বসেননি। অথচ দিব্যি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের বিমান (পিআইএ) ওড়াচ্ছেন। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে আন্তর্জাতিক মহল। এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ছয় মাসের জন্য ইউরোপে নিষিদ্ধ হলো পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের উড়ান।

 

মেলবোর্নে ৩ লাখ মানুষ লকডাউনে

করোনাভাইরাস মোকাবিলায় ত্বরিত সফলতা অর্জনকারী দেশ হিসেবে সুনাম কুড়ানো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ফের ৩ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয় সময় গতকাল রাত ১২টা থেকে তা কার্যকর হওয়ার কথা। নিতান্ত প্রয়োজন না হলে লকডাউনের আওতাধীন লোকজনকে ঘরেই থাকার নির্দেশনা দিয়েছে রাজ্য সরকার। ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে করোনার সংক্রমণ গত দুই সপ্তাহ ধরে দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর