শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

তাজমহল ও লালকেল্লা খুলছে সোমবার

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

তাজমহল ও লালকেল্লা খুলছে সোমবার

অনেক দিন বন্ধ থাকার পর ৬ জুলাই খুলছে তাজমহল ও লালকেল্লার দরজা। পুরাতত্ত্ব বিভাগের হাতে থাকা অনেক সৌধই লকডাউনের পরে উন্মুক্তকরণ-১ পর্বেও বন্ধ ছিল। উন্মুক্তকরণ-২ পর্বের শুরুতে এবার সেগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই সোমবার থেকে বিধিনিষেধ বজায় রেখে পর্যটকরা এসব সৌধে যেতে পারবেন। জুন মাসে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক পুরতত্ত্ব বিভাগের হাতে থাকা ৩ হাজারের বেশি সৌধের মধ্যে ৮২০টি সাধারণের জন্য খুলে দিয়েছিল। যখন ধর্মীয় স্থান খোলার নিয়ম চালু হয় তখন থেকেই এগুলো খোলা হয়। কিন্তু বেশ কিছু সৌধ খোলার অনুমতি দেয়নি পুরাতত্ত্ব বিভাগ। এবার সেগুলো খুলতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তায় থাকা দেশের ৩,৬৯১টি সৌধে সাধারণের প্রবেশ বন্ধ হয়ে যায় ১৭ মার্চ। ভারতে লকডাউন শুরু হওয়ার আগেই এসব জায়গা করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড় হয় সৌধ দেখতে। সেই কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হয়। ৬ জুলাই থেকে এসব সৌধ খুলে গেলেও পর্যটকদের অনেক বিধিনিষেধ মেনে চলতে হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। এ বিষয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল টুইট করে জানিয়েছেন, ‘আমি মন্ত্রণালয়ের কর্তাদের সঙ্গে এবং পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলে ৬ জুলাই সোমবার সব সৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বশেষ খবর