শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

সরকারি বাড়িও ছাড়তে হচ্ছে প্রিয়াংকাকে

কয়েক মাস আগে তাঁর এসপিজি সুরক্ষা বন্ধ করে দেওয়া হয়। এবার সরকারি বাংলোও ছাড়তে বলা হলো প্রিয়াংকা গান্ধীকে। তাঁর কাছে সরকারি নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ১ আগস্টের মধ্যে সরকারি বাংলো খালি করে দিতে হবে। প্রিয়াংকা সংসদ সদস্য নন, দলের সভাপতিও নন, কোনো সরকারি উঁচু পদও তাঁর নেই। তা সত্ত্বেও ২৩ বছর ধরে ইন্দিরা গান্ধীর নাতনি যে দিল্লিতে সরকারি বাংলোয় আছেন, সেটা সুরক্ষার কারণে। রাজীব গান্ধীর হত্যার পর তাঁর পরিবারের সবাইকে এসপিজি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাই বিয়ের পর প্রিয়াংকাও এসপিজি নিরাপত্তার কারণে সরকারি বাংলো পান। এসপিজি সুরক্ষা সরে যাওয়ার পর তিনি আর সরকারি বাড়ি পাওয়ার অধিকারী নন। তাই এ নোটিস।

সর্বশেষ খবর