শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ

ট্রাম্পকে নিয়ে ভাতিজির লেখা বই প্রকাশে আর বাধা নেই

ট্রাম্পকে নিয়ে ভাতিজির লেখা বই প্রকাশে আর বাধা নেই

মেরি ট্রাম্পের লেখা বইটি আগামী ২৮ জুলাই প্রকাশ হওয়ার কথা। বইটির শিরোনামের বাংলা অনুবাদ হচ্ছে: ‘হয় খুব বেশি, নয়তো খুব কম : আমার পরিবার থেকে কীভাবে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এক মানুষ।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এত সমালোচনা ও হইহুল্লোর অন্য কোনো প্রেসিডেন্টকে নিয়ে হয়নি। ক্ষমতায় আসার পর ট্রাম্পের খুব কাছের মানুষ ছিলেন প্রতিরক্ষামন্ত্রী জেমস এ ম্যাটিস। সেই ব্যক্তি এই পথ থেকে সরে গিয়ে ট্রাম্পকে নিয়ে বোমা ফাটানো বই লেখেন। সেই বই যাতে প্রকাশ না হয় সে জন্য কম চেষ্টা করেননি ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা প্রকাশ হয়েছে। কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে ট্রাম্পের নিজের ভাতিজির লেখা বই। যে বইয়ে ট্রাম্পকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই বইও যাতে প্রকাশ না হতে পারে সে জন্য ট্রাম্প আদাজল খেয়ে মাঠে নেমেছেন। কিন্তু তাতে রক্ষা হলো না। আদালত বলেছে বইটি প্রকাশে কোনো বাধা নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই বই লিখেছেন তার ভাতিজি মেরি ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নানা অপকর্ম, পারিবারিক অঙ্গনে তার অসদাচরণসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা বইটি প্রকাশের ওপর থাকা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দিয়েছে মার্কিন আপিল আদালত। বইটি আগামী ২৮ জুলাই প্রকাশ হওয়ার কথা। বইটির প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড সুস্টার একথা জানিয়েছে। ইতিমধ্যে বইটির ৭৫ হাজার কপি ছাপানোর কাজ শেষ করেছে প্রকাশনা সংস্থা। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্পের করা মামলায় গত মঙ্গলবার ওই বই প্রকাশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক। তবে ২৪ ঘণ্টার মধ্যেই বাতিল হয়ে যায় ওই নিষেধাজ্ঞা। মেরির আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার আপিল আদালতের বিচারক ওই নিষেধাজ্ঞা সাময়িকভাবে বাতিল করেন। রায়ে বিচারক বলেন, আগামী ১০ জুলাই শুনানির আগ পর্যন্ত এ রায় বহাল থাকবে। বইটিতে ট্রাম্পের সঙ্গে পরিবারের বিভিন্ন সদস্যের অস্বাভাবিক সম্পর্কের বিষয় যেমন এসেছে, তেমনই এসেছে আন্তর্জাতিক অঙ্গনে পেসিডেন্ট হিসেবে তার ভূমিকা। আত্মজীবনীমূলক ওই বইয়ে মেরি দাবি করেছেন, তার চাচা ট্রাম্প বিশ্বস্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের কয়েক সপ্তাহ আগে বইটি প্রকাশিত হতে যাচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার মাস তিনেক আগে মেরির লেখা বইটির প্রকাশ ভোটারদের ওপর প্রভাব ফেলবে বলে পর্যবেক্ষকদের ধারণা। উল্লেখ্য, মেরি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বড়ো ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়রের মেয়ে। সিএনএন

সর্বশেষ খবর