শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

‘বেশিরভাগ মানুষেরই করোনা ভ্যাকসিন লাগবে না’

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে শতাধিক ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ১২টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। এরই মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক শোনালেন আশার কথা। এই বাঙালি গবেষকের দাবি, বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন নেওয়ার দরকার হবে না। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন সুনেত্রা গুপ্ত। তিনি বলেন, ‘আমরা দেখেছি যারা স্বাস্থ্যবান, বয়স্ক ও দুর্বল নন তাদের বহুমুখী চিকিৎসার দরকার নেই। এ ভাইরাসটি নিয়ে সাধারণ ভাইরাস জ্বরের চেয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই।’ সুনেত্রা গুপ্ত বলেন, ‘যখন ভ্যাকসিন আসবে তখন এটি দুর্বলদের জন্য কাজে লাগবে। আমাদের বেশিরভাগেরই করোনাভাইরাস নিয়ে চিন্তা করার দরকার নেই।’

সর্বশেষ খবর