শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

বজ্রপাতে ২৬ জনের মৃত্যু

ভারতের বিহারে বজ্রপাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় এ মৃতের ঘটনা ঘটে। বজ্রপাতে এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় বড় মৃত্যুর ঘটনা। গত পরশুর ঘটনায় সমস্তিপুর জেলায় সর্বাধিক সাতজন মারা গেছেন। এর আগে গত ২৫ জুন রাজ্যে বজ্রপাতে ৯৭ জনের মৃত্যু হয়। ৩০ জুন মারা গেছেন ১১ জন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতে প্রতিবছর বহু মানুষ বজ্রপাতে মারা যায়।

 

পর্যটন খাতে ক্ষতি ৫৫০০ কোটি ডলার

করোনাভাইরাসজনিত সংকটের কারণে আফ্রিকান দেশগুলো গত তিন মাসে পর্যটন খাতে অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব হারিয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলো আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করেছেন আফ্রিকান ইউনিয়নের অবকাঠামো ও জ্বালানিবিষয়ক কমিশনার আমানি আবু-জেইদ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমানি জানান, আফ্রিকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশই আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। কিন্তু করোনা মহামারীর কারণে এ শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রয়টার্স

 

ট্যাংকার জব্দে মরিয়া যুক্তরাষ্ট্র

গ্যাসেলিন বোঝাই ভেনেজুয়েলাগামী চারটি ইরানি ট্যাংকার জব্দ করতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। এ নিয়ে বুধবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।  আল জাজিরার খবরে বলা হয়, ইরান ও ভেনেজুয়েলা দুই দেশই মার্কিনবিরোধী শক্তি হওয়ায় তাদের মধ্যে নিবিড় তেল বাণিজ্যের পথ বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্র। সুসম্পর্ক থাকা দুই দেশের মধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগে থেকেই।

 

করোনা সংক্রমণ বেড়েই চলছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোয়ার্তুমি’র ভিকটিম হয়েছে আমেরিকা। স্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ উপেক্ষা করায় বেশ কটি রাজ্যের করোনা পরিস্থিতি পুনরায় মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ পরিসংখ্যান অনুযায়ী ৫০ রাজ্যের ৩৬টিতেই করোনার নিয়ন্ত্রণ দূরের কথা, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেট্্স, রোড আইল্যান্ড, নিউহ্যামশায়ার, দেলওয়ারে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডসহ ১৬ স্টেটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর