রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

মৃত্যু ১০ হাজার ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকাল প্রকাশিত তথ্যানুসারে, শনিবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে প্রাণহানি দাঁড়াল ১০ হাজার ২৭ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় দেশটির ৮৪টি অঞ্চলে আরও ৬ হাজার ৬৩২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

 

ফের বাড়ছে করোনা রোগী

পূর্ব এশিয়ার দেশ জাপানে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতকালের তথ্যানুসারে, শুক্রবার সেখানে আরও ২৪৯জনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছে। এছাড়া এদিন আরও একজন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। দুই মাসের মধ্যে এই প্রথম দেশটিতে কোনো একদিনে নতুন করোনা রোগীর সংখ্যা দুইশ ছাড়াল। নতুন আক্রান্তদের মধ্যে অর্ধেকই ঘটেছে টোকিওতে। এ অবস্থায় টোকিওর বাসিন্দাদের একান্ত প্রয়োজন ছাড়া অন্যত্র ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শহরটির গভর্নর ইউরিকো কইকে। সূত্র : সিএনএন

 

সৌদিতে ড্রোন হামলা

সৌদি আরবে কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। কাসিফ কে২ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রেস টিভি। ইয়মেনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের বেশ কয়েকটি ড্রোন সৌদি আরবে হামলা চালিয়েছে। এদিকে, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন চালিয়ে যায় তবে তাদের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর