সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্রপন্থিদের বই সরল হংকংয়ের লাইব্রেরি থেকে

গণতন্ত্রপন্থিদের বই সরল হংকংয়ের লাইব্রেরি থেকে

কঠোর শাস্তির আশঙ্কা সত্ত্বেও হংকংয়ে নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। চীনের ওই ‘বিতর্কিত’ সুরক্ষা আইন পাস হওয়ার পরই হংকংয়ের গণগ্রন্থাগার থেকে গণতন্ত্রপন্থি ব্যক্তিত্বের সব বই সরিয়ে ফেলা হয়েছে। গ্রন্থাগারের কর্মকর্তারা বলছেন, তারা বইগুলো পর্যালোচনা করে দেখবেন সেখানে আইন লঙ্ঘনের কোনো বিষয় আছে কি না। চীনের পাস করা আইনটির ফলে আন্দোলন করা যে কাউকে জেল থেকে শুরু করে মৃত্যুদন্ডেরও বিধান রাখা হয়েছে।  বিরোধীরা বলছেন, এটি চীনের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে এ অঞ্চলের স্বাধীনতা খর্ব করে। যদিও বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বেইজিং আইনটির সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছে, ২০১২ সালের বেশিরভাগ সময় হংকংয়ে যে ধরনের গণতন্ত্রপন্থি বিক্ষোভ দেখা গেছে তা বন্ধ করা জরুরি, যা এক সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ১৯৯৭ সালে হংকংয়ের সার্বভৌমত্ব ব্রিটেন চীনের কাছে ফিরিয়ে দিয়েছিল। ‘এক দেশ, দুটি ব্যবস্থা’ চুক্তির আওতায় কমপক্ষে ৫০ বছরের জন্য কিছু অধিকারের নিশ্চয়তা দেওয়ার কথা ছিল ওই চুক্তিতে। গত মঙ্গলবার সুরক্ষা আইন কার্যকর হওয়ার পর থেকে গণতন্ত্রপন্থি বেশ কয়েকজন নেতা-কর্মী ভয়ে তাদের ভূমিকা থেকে সরে এসেছেন। তাদের একজন এককালের ছাত্রনেতা এবং স্থানীয় বিধায়ক নাথন ল হংকং ছেড়ে পালিয়ে গেছেন। দক্ষিণ চীন মর্নিং পোস্ট সংবাদপত্রের মতে, কমপক্ষে নয়টি বই ‘পর্যালোচনাধীন’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে গণতন্ত্রপন্থি বিশিষ্ট কর্মী জোশুয়া ওয়াং এবং গণতন্ত্রপন্থি রাজনীতিবিদ তানিয়া চানের রচিত বা সহ-রচিত বই অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ খবর