সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভুয়া খবর ছড়ানোয় ফেসবুক-টুইটারকে দায়ী করলেন বিল গেটস

ভুয়া খবর ছড়ানোয় ফেসবুক-টুইটারকে দায়ী করলেন বিল গেটস

মহামারীর সময় কভিড-১৯ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর জন্য  ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দোষ চাপিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল  গেটস। এবারের কভিড-১৯ পরিস্থিতিতে তাকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্রতত্ত্ব অনলাইনে  চাউর হয়েছে। যদিও এসব ‘আজেবাজে’ কথা তিনি উড়িয়ে দিয়েছেন, তবু সামাজিক  যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চলছেই।

মার্কিন ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফাস্ট কোম্পানিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, ‘এসব বিষয়ে সামাজিক  যোগাযোগমাধ্যম কি অনেক বেশি সাহায্য করতে পারে? আমাদের এক্ষেত্রে সৃজনশীলতা কি আছে? দুঃখজনকভাবে এসব ডিজিটাল টুল সম্ভবত আমাদের দৃষ্টিতে পাগলামি সব ধারণা ছড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে।’

বিল গেটস বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পাগলামি ধারণার মধ্যে রয়েছে নানা ভুয়া তথ্য, যা মানুষকে মাস্ক না পরার ব্যাপারে উৎসাহ দেয় বা রোগের বিরুদ্ধে প্রতিরোধী ভ্যাকসিন সম্পর্কে সন্দেহ তৈরি করে।’

সর্বশেষ খবর