সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

জাপানে বন্যা-ভূমিধসে ২০ জনের মৃত্যু

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৪ জন। বন্যার পানিতে বহু আবাসিক এলাকার ঘরবাড়ি ডুবে গেছে। শনিবার সারাদিন তুমুল বৃষ্টির পর এ ঘটনা ঘটে। উদ্ধারকাজে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। খবর বিবিসি ও জাপান টুডের। কিউশুর কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবারের টানা বৃষ্টিতে স্থানীয় কুমা নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে রাতের অন্ধকারে ডুবে যায় বহু ঘরবাড়ি, ঘটে ভূমিধস।

সর্বশেষ খবর