মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইন্দো-প্যাসিফিক জোনে মার্কিন রণতরী

ইন্দো-প্যাসিফিক জোনে মার্কিন রণতরী

শুধু ভারতের সঙ্গে সংঘাত নয়, বিভিন্ন দেশের নজরে এখন বেইজিং। একে তো করোনার কারণে গোটা বিশ্ব চীনকেই দায়ী করেছে। যা নিয়ে যথেষ্ট চাপে বেইজিং। আর এ উত্তেজনার মধ্যেই ইন্দো-প্যাসিফিক জোনে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ! ইন্দো-প্যাসিফিক, কখনো পরিচিত ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বা ইন্দো-প্যাসিফিক এশিয়া। অঞ্চলটি গ্রীষ্মমন্ডলীয় জলের সমন্বয়ে গঠিত ভারত মহাসাগর, পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর ও সমুদ্রসংযোগ দুটি ইন্দোনেশিয়ার সাধারণ অঞ্চলে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ চীন সাগরে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চীনের বিবাদ চলছিল কয়েকদিন ধরেই। আর সে সময়ই তিনটি মার্কিন রণতরী এসেছিল ইন্দো-প্যাসিফিক জোনে। দক্ষিণ চীন সাগরে বেইজিং আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। একের পর এক মহড়া চালাচ্ছে। এ পরিস্থিতিতে পাল্টা শক্তি প্রদর্শনে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ; যা নিয়ে উত্তেজনা চরমে। একাধিক গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, আরও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ইতিমধ্যে যুদ্ধজাহাজগুলো দক্ষিণ চীন সাগরের দিকে রওনা হয়ে গেছে বলে জানা যাচ্ছে।

সর্বশেষ খবর