বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্রাণী থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঘটনা বাড়ছে

প্রাণী থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঘটনা বাড়ছে

প্রাণী থেকে মানুষের মধ্যে (জুনোটিক) রোগ ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। আর বন্যপ্রাণীর সুরক্ষা ও পরিবেশ সংরক্ষিত রাখার পদক্ষেপ না নেওয়া হলে তা চলতে থাকবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। কভিড-১৯ এর মতো রোগের উদ্ভবের জন্য তারা প্রাণিজ প্রোটিনের উচ্চ চাহিদা, কৃষির অপরিবর্তনীয় ধরন ও জলবায়ুর পরিবর্তনকে দায়ী করেছেন। কভিড-১৯ এ দুই বছরে বিশ্ব অর্থনীতির ক্ষতি নয় ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও আন্তর্জাতিক প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক প্রতিবেদনে তারা এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। অবহেলিত জুনোটিক রোগে এক বছরে ২০ লাখ মারা যায় বলে জানিয়েছেন তারা। ইবোলা, ওয়েস্ট নাইল ভাইরাস ও সার্স-ও জুনোটিক রোগ। এই রোগগুলো প্রাণীদের মধ্যে শুরু হয়ে পরে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। কিন্তু মানুষের মাঝে এসব সংক্রমণ প্রাকৃতিকভাবে ছড়ায়নি, এগুলোকে ডেকে নিয়ে আসা হয়েছে। আমাদের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করার মাধ্যমে এটি করা হয়েছে। এগুলোর মধ্যে আছে ভূমির অবক্ষয়, বন্যপ্রাণী নিধন ও অবৈধভাবে সেগুলোকে বন্দী করা, খনিজসম্পদ আহরণ ও জলবায়ু পরিবর্তন। এসব প্রক্রিয়া প্রাণী ও মানুষের মধ্যে যোগাযোগের উপায়কে পরিবর্তিত করে দিচ্ছে। ‘গত শতাব্দীতে আমরা নভেল করোনাভাইরাসের অন্তত ছয়টি বড় ধরনের প্রাদুর্ভাব দেখেছি,’ বলেছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আন্ডার-সেক্রেটরি জেনারেল ও নির্বাহী পরিচালক ইঙ্গর আনাসন।

সর্বশেষ খবর