বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

লাদাখ উত্তেজনার অবসান!

চীন-ভারত হঠাৎই চলে গিয়েছিল যুদ্ধাবস্থায়। কিন্তু শেষ পর্যন্ত উত্তেজনার লাগাম টানা হলো। গত পরশু থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে দুই পক্ষই সেনা সরানো শুরু করেছে। হুমকি-ধমকির আপাতত ইতি ঘটেছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি স্থায়ী সমাধান সূত্র মিলল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াল এই বিতর্ক। উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক জয় কার হলো, এগিয়েই বা থাকল কে? মে মাসের শেষ দিকে ভারত এবং চীনের সংঘাতের সূত্রপাত।

প্রথমে সিকিমের নাকু লা (লা শব্দের অর্থ পাস) অঞ্চলে হাতাহাতি হয়েছিল ভারত এবং চীনের সেনাদের মধ্যে। এর কয়েক দিনের মধ্যেই লাদাখ সীমান্তে ফের হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ৬ জুন দুই দেশের কোর কমান্ডার (লেফটেন্যান্ট জেনারেল) স্তরের সেনা অফিসাররা বৈঠকে বসেন। ভারত এবং চীনের সেনা অফিসাররা বছরে কয়েকবার ফ্ল্যাগ মিটিং করেন। কিন্তু সেই বৈঠক হয় স্থানীয় অফিসারদের স্তরে। পকার কমান্ডার স্তরের বৈঠক বহু দিনের মধ্যে হয়নি। ফলে বোঝাই যায়, পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছিল। কিন্তু কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি। সেই বৈঠকের বিষয়বস্তু কূটনৈতিক স্তরে পৌঁছলে দুই দেশ নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর