বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় নতুন বিপদের কথা জানালেন বিজ্ঞানীরা

করোনায় নতুন বিপদের কথা জানালেন বিজ্ঞানীরা

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বিপুল সংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কভিড-১৯ এ আক্রান্ত কারও কারও মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা দিচ্ছে- গবেষণায় এ সংক্রান্ত তথ্যউপাত্ত পাওয়ার পর গতকাল বিজ্ঞানীরা করোনাভাইরাসজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির ‘সম্ভাব্য ঢেউ’ নিয়ে সতর্ক করেছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ওই গবেষণায় কভিড-১৯ এ আক্রান্ত ৪৩ রোগীর মস্তিষ্কের অস্থায়ী কর্মহীনতা, স্ট্রোক, স্নায়ুর ক্ষয়ক্ষতি কিংবা মস্তিষ্কে আরও গুরুতর কোনো সমস্যার উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনায় মস্তিষ্কের ক্ষতি করতে পারে- এর আগেও বেশ কয়েকটি গবেষণায় বিজ্ঞানীরা এমন প্রমাণ পাওয়ার দাবি করেছিলেন। ‘হয়তো আমরা মহামারীর সঙ্গে সংশ্লিষ্ট ব্রেইন ড্যামেজের একটি বড় ধরনের সংক্রমণ দেখব- হতে পারে এটি ১৯১৮-এর ইনফ্লুয়েঞ্জা মহামারী পরবর্তীতে ১৯২০ ও ১৯৩০-এর দশকে হওয়া এনসেফালিটিস লেথার্জিকের প্রাদুর্ভাবের মতো কিছু একটা,’ বলেছেন ইউসিএলের গবেষক দলের সদস্য মাইকেল জান্ডি।

সর্বশেষ খবর