বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব অব্যাহত

নিউইয়র্ক অঞ্চলের নিষিদ্ধের তালিকায় আরও ৩ রাজ্য

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব অব্যাহত

করোনাভাইরাসের তা-ব ক্রমান্বয়ে বাড়ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ মধ্য আমেরিকার ৩৭ স্টেটে। যেসব স্টেট স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে ব্যবসা-প্রতিষ্ঠান, সমুদ্রসৈকত, রেস্টুরেন্ট চালু করেছিল, সেগুলোতে এখন প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এ ধরনের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনা। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমনি অবস্থায়ও প্রেসিডেন্ট ট্রাম্প তার অনুগতদের মাস্ক ব্যবহারের নির্দেশ দেননি। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশকেও গুরুত্ব দিচ্ছেন না। অধিকন্তু ট্রাম্প দাবি করেছেন যে, আক্রান্তদের ৯৯ ভাগই ঝুঁকিমুক্ত। অথচ জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার ৪.৪%। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৩৬ হাজার ৭৭ জন। এর মধ্যে মারা গেছে অন্তত এক লাখ ৩০ হাজার ২৮৫ জন।  এদিকে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট স্টেটের করোনা পরিস্থিতি মাসাধিককাল যাবৎ নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, আক্রান্তের হার প্রত্যাশার চেয়েও ভালো বলে স্বাস্থ্য দফতর উল্লেখ করেছে। উল্লেখ্য, ট্রাম্পের আহ্বানে সাড়া না দিয়ে বাস্তবতার আলোকে লকডাউন শিথিলের পরিক্রমায় অবতীর্ণ হওয়ায় এই তিন স্টেটে জনজীবনে স্বস্তি ফিরেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেলওয়ারে, ক্যানসাস এবং ওকলাহোমা স্টেটকেও নিষিদ্ধের তালিকায় নিল এই তিন স্টেট।

সর্বশেষ খবর