বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

সার্বিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ

সার্বিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ

সার্বিয়ায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্র্রেক্ষিতে কারফিউ জারির প্রতিবাদে রাজধানী বেলগ্রেডের পার্লামেন্ট চত্বরে সহিংস বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ-বিক্ষোভকারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। করোনাভাইরাস শুরুর পর থেকে দেশটিতে মঙ্গলবার এক দিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার বুসিক  টেলিভিশনে এক ভাষণে ১৩ জনের মৃত্যু ও ১২০ জনের অবস্থা গুরুতর বলে জানান। এ ছাড়া চার হাজার মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি খুবই ভয়াবহ উল্লেখ করে প্রেসিডেন্ট গোটা দেশের পরিবর্তে কেবল রাজধানী  বেলগ্রেডে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারির  ঘোষণা দেন। একই সঙ্গে বুধবার থেকে ৫ জনের বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করেন তিনি। এ ঘোষণার পর পরই প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ।

সর্বশেষ খবর