বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের বড় হুমকি চীন

যুক্তরাষ্ট্রের বড় হুমকি চীন

ক্রিস্টোফার রে

বিশ্ব রাজনীতিতে ক্রমশ প্রভাব খাটাচ্ছে চীন। ধীরে ধীরে সুপার পাওয়ার হয়ে উঠছে দেশটি। আর এ নিয়ে এক প্রকার  স্নায়ু যুদ্ধ চলে আসছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। দেশ দুটি প্রায় সময় বিভিন্ন ইস্যুতে একে অপরের প্রতি তীর্যক মন্তব্য ছুড়ে দেয়। এবার চীন সরকারের গুপ্তচরগিরি ও চৌর্যবৃত্তি যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য ‘দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। মঙ্গলবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঘণ্টাখানেকের ওই বক্তৃতায় রে বলেছেন, বেইজিং এখন বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের দিকে নজর দিয়েছে, তাদের জোর করে দেশে ফেরাতে চেষ্টা করছে।

সর্বশেষ খবর