বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

মার্কিন নীতি হিজবুল্লাহকে শক্তিশালী করছে

মার্কিন নীতি হিজবুল্লাহকে শক্তিশালী করছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন,  লেবানন সম্পর্কে মার্কিন সরকারের শত্রুতার নীতি হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে। এ ছাড়া লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানান তিনি। মঙ্গলবার  লেবাননের রাজধানী বৈরুতে এক টেলিভিশন বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া প্রকাশ্যে লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন ভূমিকার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন সাইয়েদ হাসান নাসরুল্লাহ।

সর্বশেষ খবর