বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাজ্যে ৭৮ শতাংশ রোগীর উপসর্গ নেই

যুক্তরাজ্য প্রতিনিধি

যুক্তরাজ্যে করোনাভাইরাসের থাবায় আক্রান্ত রোগীদের মধ্যে ২২ শতাংশের উপসর্গ আছে। বাকিদের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিকস। দেশটিতে গত পাঁচ বছরের গড় মৃত্যুর চেয়ে এ বছর ৫৯ হাজার মানুষ বেশি মারা গেছে বলে এই অফিস জানায়। এদিকে, কেয়ার হোম নিয়ে বেফাঁস মন্তব্য করায় বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন বলেছেন, অনেক কেয়ার হোমই যথাযথ নিয়ম মেনে চলেনি। সমাজে কেয়ার হোমের সংস্কার প্রয়োজন বলে তিনি দাবি করেন।

সর্বশেষ খবর