শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন

আগাম অবসরে যাওয়ার হিড়িক যুক্তরাষ্ট্র পুলিশের

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আগাম অবসরে যাওয়ার হিড়িক যুক্তরাষ্ট্র পুলিশের

বর্ণবাদ চিরতরে নির্মূলের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কংগ্রেসে বিল ওঠার পাশাপাশি স্থানীয় পর্যায়েও বিভিন্ন স্টেট ও সিটি কর্তৃপক্ষ পুলিশের বাজেট হ্রাসের নানা কৌশল অবলম্বন করেছে। এ ছাড়া, পুলিশি আচরণকে ঢেলে সাজিয়ে তাদের কর্মকা- সর্বসাধারণের কাছে সরাসরি জবাবদিহিতার আওতায় আনার পরিক্রমায় পুলিশের অনেক সদস্য চাকরি ছেড়ে দেওয়ার পন্থা অবলম্বন করেছেন। মিনেসোটা, ইলিনয়, জর্জিয়া, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, টেক্সাস, আরিজোনা, ফ্লোরিডা প্রভৃতি স্থানের পুলিশ অফিসাররা গণহারে ছুটিতে গেছেন। অনেকে আগাম অবসরের আবেদন জানিয়েছেন। অসুস্থতার অজুহাতে কেউ কেউ ছুটিতে গেছেন। অর্থাৎ, চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকেই পারিবারিক ও সামাজিকভাবে নিজেদের হেয়-প্রতিপন্ন ভাবছেন। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উদঘাটিত হয়েছে। আবার কিছু অফিসারের বর্বরোচিত আচরণের দায় অনেক অফিসারই নিতে পারছেন না। তারাও ক্ষুব্ধ বর্ণবিদ্বেষমূলক আচরণকারীদের ব্যাপারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ পুলিশ বাহিনী হচ্ছে নিউইয়র্ক সিটিতে। এই সিটির বাজেট থেকে বিলিয়ন ডলারের অধিক কর্তন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে দুর্বার গণআন্দোলনের সঙ্গে সহমত পোষণ করে মেয়র এমন অঙ্গীকার করেছিলেন। একই কারণে নিউইয়র্ক স্টেট গভর্নরও নতুন একটি বিধি জারি করেছেন পুলিশ অফিসারদের কর্মকা- এবং তাদের ব্যাকগ্রাউন্ড অনলাইনে রাখার জন্য। এতে খুবই অসন্তুষ্ট অফিসাররা। যার বহিঃপ্রকাশ ঘটেছে গত সপ্তাহে ১৭৯ অফিসারের আগাম অবসরে যাওয়ার আবেদনের মধ্য দিয়ে। অথচ গত বছর এ ধরনের অবসরে যাওয়ার আবেদন পাওয়া গিয়েছিল ৩৫ জনের। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পর থেকে এ পর্যন্ত মোট ৫০৩ অফিসার অবসরে যাওয়ার আবেদন করেছেন।

সর্বশেষ খবর