শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

কাজাখস্তানে করোনার চেয়ে প্রাণঘাতী নিউমোনিয়া

কাজাখস্তানে ছড়িয়ে পড়া অজানা এক নিউমোনিয়া নভেল করোনাভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার কাজাখস্তানে নিযুক্ত চীনের দূতাবাস এই সতর্ক বার্তা জানালেও গতকাল সেটিকে ভিত্তিহীন এবং ভুয়া বলে উড়িয়ে দিয়েছে দেশটি। এতে চীন নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়। বৃহস্পতিবার উইচ্যাটে পোস্ট করা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মধ্য-জুলাই  থেকে কাজাখস্তানের আতিরাও, আকতোবে এবং শিমকেন্ত শহরে নিউমোনিয়ার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

চীনের দূতাবাস বলছে, চলতি বছরের প্রথমার্ধে কাজাখস্তানে নতুন ধরনের এক নিউমোনিয়ায় অন্তত ১ হাজার ৭৭২ জন মারা গেছেন। কেবল জুনেই মারা গেছেন ৬২৮ জন। নিউমোনিয়ায় মৃতদের মধ্যে চীনা নাগরিকও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর এই হার নভেল করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি। তবে এই নিউমোনিয়া করোনাভাইরাস সংশ্লিষ্ট নাকি ভিন্ন প্রজাতির কোনো ভাইরাস সেটি এখনো স্পষ্ট নয়। চীনা দূতাবাস বলছে, কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান একটি তুলনামূলক সমীক্ষা চালাচ্ছেন। তারা এখন পর্যন্ত তারার কোনো সিদ্ধান্তে  পৌঁছতে পারেনি। চীনের গ্লোবাল টাইমস বলছে, চীনা দূতাবাসের সতর্কতার ব্যাপারে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। সিএনএন

সর্বশেষ খবর