শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

দীর্ঘদিন ধরে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধ কখনো কখনো চরম আকার ধারণ করে। এবার যুক্তরাষ্ট্র বলেছে ইরানের সঙ্গে তারা যুদ্ধে জড়াতে চায় না। পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। তিনি লেবাননের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না। জেনারেল ম্যাকেনজি বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ অর্থনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রযোজ্য এবং সামরিক অঙ্গনে এর কোনো কার্যকারিতা নেই। এর আগে গত মাসেও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল ম্যাকেনজি বলেছিলেন, ইরানে সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা তার বাহিনীর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দেন।

 

সর্বশেষ খবর