শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিউলের মেয়রের আত্মহত্যা

সিউলের মেয়রের আত্মহত্যা

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন সুন নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিউলের উত্তরে মাউন্ট বুকাক থেকে মরদেহটি উদ্ধার করেছে তারা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর পার্ক ওন-সুনের মরদেহ সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, তার ব্যক্তিগত সচিবদের একজন মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন বুধবার। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার অফিশিয়াল বাসা থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। সন্ধ্যার দিকে তার মেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। শুক্রবার তার সরকারি বাসভবনে সুইসাইড নোট পেয়েছে পুলিশ। হাতে লেখা ওই নোটে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, সবার কাছে আমি দুঃখিত। আমার জীবনে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের প্রতি আমি দুঃখিত, যাদের জন্য আমি শুধু বেদনার কারণ হয়েছি। সবাইকে বিদায়। প্রায় এক কোটি লোকের নগরের মেয়র হিসেবে পার্ক দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ এবং করোনাভাইরাস মহামারীতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রেখেছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হতো।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর