শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত

সিঙ্গাপুরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিরূপ প্রভাব পড়েছে সিঙ্গাপুরের অর্থনীতিতেও। করোনার কারণে দেশটির অর্থনীতি মন্দার দিকে ঝুঁকছে। কর্মনিরাপত্তা পড়েছে ঝুঁকির মুখে। চাকরি নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে দেশবাসীর। এই পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচন। শুক্রবার করোনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক আর হাতে গ্লাভস। তাদের একজন ৪২ বছর বয়সী মালিনি নাথান, পেশায় কমিউনিকেশন্স এক্সিকিউটিভ। তিনি করোনার মধ্যেও ভোট দেওয়ার পক্ষে। তিনি বলেন ‘আমি মনে করি মহামারীর মধ্যেও ভোট দেওয়া যায়। কারণ এই মুহূর্তে পরিস্থিতি গুরুতর নয় এবং সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।’ভাইরাসের চেয়েও মহামারীর প্রভাবে সৃষ্ট হওয়া অন্য সংকট নিয়ে চিন্তিত এই কর্মকর্তা বলেন ‘আমি যেটি নিয়ে উদ্বিগ্ন, তা হলো স্বাস্থ্যসেবা, চাকরি নিরাপত্তা ও অবসর।’

সর্বশেষ খবর