রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরে জয় ক্ষমতাসীনদের

মহামারীর মধ্যে অনুষ্ঠিত হওয়া সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে ১৯৬৫ থেকে দেশটির ক্ষমতায় থাকা পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শুক্রবারের ভোটের ফল লি সিয়েং লু’কে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী পদে বসাতে ভূমিকা রাখবে।

সিঙ্গাপুরের স্বাধীনতার জনক ও দীর্ঘদিনের শাসক লি কুয়ান ইউয়ের ছেলে লি ২০০৪ সাল থেকেই ক্ষমতায় আছেন। পিএপি প্রত্যাশিত জয় পেলেও তাদের ভোট আগের তুলনায় অনেক কমেছে বলে জানিয়েছে বিবিসি। চূড়ান্ত ফলে দলটি পার্লামেন্টের ৯৩টি আসনের মধ্যে ৮৩ পেয়েছে; তাদের ব্যাগে ঢুকেছে মোট ভোটের মাত্র ৬১ দশমিক ২ ভাগ। ৫ বছর আগের নির্বাচনেও দলটি প্রায় ৭০ শতাংশের মতো ভোট পেয়েছিল। ক্ষমতাসীনদের ভোট কমার পাশাপাশি এবার ইতিহাসের সেরা ফল করেছে সিঙ্গাপুরের বিরোধী দল ওয়ার্কার্স পার্টি। ৫ বছর আগের তুলনায় কেবল ভোটই বাড়েনি তাদের, পার্লামেন্টের ১০টি আসনও কব্জা করেছে তারা। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে অনেক দেশ তাদের নির্বাচন পিছিয়ে দিলেও সিঙ্গাপুর সে পথে হাঁটেনি। বিবিসি জানিয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরেই করোনাভাইরাসে তুলনামূলক ভয়াবহ আঘাত হেনেছে। দেশটিতে ৪৫ হাজারের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি শ্রমিক বলে কর্মকর্তারা জানিয়েছেন। সিঙ্গাপুরের আগে মহামারীর মধ্যে এপ্রিলে দক্ষিণ কোরিয়া এবং জুনে সার্বিয়ায় ভোট হয়েছে। দুদেশেই ভোটাররা ক্ষমতাসীন দলকে ক্ষমতায় ফিরিয়েছে।

সর্বশেষ খবর