বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

আরও শঙ্কার কথা শোনাচ্ছে হু

আরও শঙ্কার কথা শোনাচ্ছে হু

তেদরোস আধানম

কভিড-১৯ নামক মারক ব্যাধি থেকে এখনই মুক্তি নেই। এখনো অনেক অপেক্ষা করতে হবে। এ বিপদ সহজেই কাটছে না। বহু আগেই এ কথা জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এবার আরও বড় বিপদের ইঙ্গিত দিল সংস্থাটি। হু বলছে, বিশ্বের কয়েকটি দেশে করোনা যেভাবে ছড়াচ্ছে, তাতে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা আমরা আরও ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি। তবে আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির জেরে করোনা আজ মহামারী আকার নিয়েছে। আবার হু দাবি করেছে, আমেরিকাসহ বহু দেশ তাদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। কারণ যাই হোক, করোনা আজ বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এর মধ্যে শনাক্ত হয়েছে ১ কোটি ৩৩ লাখ মানুষ। প্রাণ গেছে প্রায় পৌনে ছয় লাখ জনের। এরপরও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো আশার কথা শোনাতে পারল না। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসিস বললেন, ‘এই মুহূর্তে করোনা পরিস্থিতি শুধু একটা দিকেই এগোচ্ছে। সেটা হলো খারাপ, আরও খারাপ, এবং তার থেকেও খারাপ।’ কিন্তু কেন এই দুরবস্থা? দায় কার? হু কিন্তু এই পরিস্থিতির দায় নির্দিষ্ট কয়েকটি দেশের দিকে ঠেলে দিচ্ছে। মহাপরিচালক গেব্রিয়াসিস বলছেন, ‘বেশ কিছু দেশ করোনা মোকাবিলায় ভুল পথে এগোচ্ছে। যদি ন্যূনতম নিয়ম না মানা হয়, তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে সেটাই স্বাভাবিক।’

 

সর্বশেষ খবর