বুধবার, ১৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির নির্মাণে বাধা

প্রতিদিন ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম হিন্দু মন্দির নির্মাণের কাজ থমকে গেছে। কট্টরপন্থি মুসলিমরা আইনি বাধা দেওয়ায় এ অবস্থা হয়েছে। লন্ডনের দ্য গার্ডিয়ান জানায়, পরিকল্পনা অনুসারে ইসলামাবাদ নগরীর একটি এলাকায় ২০ হাজার বর্গফুট (১৮৬০ বর্গমিটার) জায়গার ওপর শ্রীকৃষ্ণ মন্দির নামের এ উপাসনালয় স্থাপনের কথা। মন্দিরটিতে নগরীর বাসিন্দা হিন্দুদের ও দর্শকদের জন্য একটি মিলনায়তন এবং মৃতদেহ পোড়ানোর কেন্দ্র থাকবে। পূজা দেওয়া ও মৃতের সৎকারের জন্য কয়েক শ মাইল দূরে যেতে হয়। তাই ইসলামাবাদের হাজার হাজার হিন্দু বহু বছর ধরে তাদের একটি মন্দির গড়ে তোলার চেষ্টা করছিল। অবশেষে কেন্দ্রীয় সরকার মন্দির নির্মাণ প্রকল্প অনুমোদন করে। প্রকল্প তহবিলে ৫ লাখ পাউন্ড দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান অঙ্গীকার করেন যে, পাকিস্তানের ৮০ লাখ হিন্দুর ধর্মীয় স্বাধীনতার সুরক্ষায় তিনি যথাসাধ্য করবেন। কিন্তু বাধা এলো ইমরান খানের নেতৃত্বাধীন শাসকদলীয় জোটের শরিক মুসলিম লীগ-কায়েদ থেকে। দলটি বলেছে, মন্দির নির্মাণের উদ্যোগ ‘ইসলামের চেতনার পরিপন্থী’। তাই প্রকল্পটি বাতিল করা হোক। এ ছাড়া চলতি মাসের গোড়ার দিকে লাহোরভিত্তিক ইসলামী প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া ফতোয়া দেয় : ইসলামে মন্দির নির্মাণ ‘অনুমোদন অযোগ্য’। এদিকে প্রভাবশালী মাওলানাদের একটি গ্রুপ বলেছে, মন্দির নির্মাণের কাজ চালানো হলে গুরুতর প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। মন্দিরের সীমানাপ্রাচীর তোলা শুরু হতেই ধর্মীয় উগ্রবাদীদের তরফে ইসলামাবাদ হাই কোর্টে মামলা ঠুকে দেওয়া হয়। বাদীরা জানতে চায়- মন্দির গড়বার প্রয়োজনীয় অনুমতি কি আছে? প্রকল্পের তহবিলে রাষ্ট্রীয় অর্থ জোগানো কি সংগত?

সর্বশেষ খবর