শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

হোয়াইট হাউসের ওপর চটেছেন ফাউচি

হোয়াইট হাউসের ওপর চটেছেন ফাউচি

করোনা প্রাদুর্ভাবের মধ্যে ফাউচি যুক্তরাষ্ট্রজুড়ে আস্থার প্রতীক ও জনপ্রিয় হয়ে উঠছেন। কিন্তু অর্থনীতি সচলে আগেভাগে বিধিনিষেধ শিথিলের ব্যাপারে সাবধান করায় তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রভাবশালী অনেক রিপাবলিকান নেতার সমালোচনার মুখে পড়তে হয়েছে। চলতি সপ্তাহে ট্রাম্পও বলেছেন, তিনি ফাউচির পরামর্শকে গুরুত্ব দিলেও সবসময় তার সঙ্গে একমত পোষণ করেন না। এবং সমালোচনা করেন। এতে বেজায় চটেছেন এই রোগত্বত্ত্ববিদ। তার বিরুদ্ধে হোয়াইট হাউসের অবস্থান সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে ফাউচি বলেন, ‘এটা খানিকটা উদ্ভট, আমি পুরোপুরি বুঝতেও পারছি না। বরং তিনি হোয়াইট হাউসের চেষ্টাকে ‘উদ্ভট’ অ্যাখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী মোকাবিলায় নিজেদের মধ্যকার বিভেদ দূরে সরিয়ে রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘চলুন এসব পাগলামি বন্ধ করি’। বুধবার মার্কিন লাইফস্টাইল ম্যাগাজিন আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের শীর্ষ এ সংক্রামক বিশেষজ্ঞ বলেন, যারা ওই তালিকা প্রকাশ করেছে, তারা আদতে অন্যদের বিভ্রান্ত করছে। তালিকায়  তার মন্তব্যের পুরোটা কিংবা কোন কোন প্রসঙ্গে মন্তব্যগুলো করা হয়েছে, তা নেই বলেও দাবি করেছেন তিনি। রয়টার্স বলছে, মহামারী মোকাবিলায় প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে করা বিভিন্ন জরিপে ট্রাম্পের জনসমর্থন কমার বিপরীতে ফাউচির সমর্থন বৃদ্ধির চিত্র প্রকাশ হওয়ার পর থেকেই শীর্ষ এই সংক্রামক বিশেষজ্ঞের সঙ্গে হোয়াইট হাউসের টানাপড়েন বাড়তে শুরু  করে।  ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল দেখতে চাইলেও নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতি তাতে বাদ সেধেছে। এ কারণে সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও তাদের নির্দেশনার ওপর রিপাবলিকান এ প্রেসিডেন্টের সমালোচনার তোড়ও বেড়েছে। যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিনই গড়ে প্রায় ৬০ হাজার নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

সর্বশেষ খবর