শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

তিনবার তারিখ পিছিয়ে বিয়ের পিঁড়িতে প্রধানমন্ত্রী

তিনবার তারিখ পিছিয়ে বিয়ের পিঁড়িতে প্রধানমন্ত্রী

তারিখের পর তারিখ! অবশেষে এলো শুভদিনের সেই তারিখ। বুধবার বিয়ে সারলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক বো টেংবার্গকে বিয়ে করেন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকস। করোনা মহামারীর কারণে ত্রস্ত গোটা বিশ্ব। বিশ্বের প্রতিটা দেশেই ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো গলদঘর্ম অবস্থা বিশ্বের তাবড় তাবড় নেতাদের। করোনার মারণ থাবা পড়েছে ডেনমার্কেও।

এই পরিস্থিতিতে তার বিয়ে করা সম্ভব নয়। আর সে কারণে এবং তার দফতরের কাজের চাপে বিয়ের তারিখ পিছিয়ে দেন বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিপ্রবণ দেশগুলোর একটি ডেনমার্কের প্রধানমন্ত্রী। একবার নয়, তিন-তিনবার বিয়ের তারিখ পিছাতে হয় তাকে। এবার আর পেছনে নয়, সেরে ফেললেন বিয়েটা। গোপনে বিয়ে সারলেও খুবই অল্প কয়েকজনকেই নিমন্ত্রিতের তালিকায় রেখেছিলেন ড্যানিস প্রধানমন্ত্রী। ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পোল নিরাপ রাসমুসেন। এছাড়াও ছিলেন ড্যানিস প্রধানমন্ত্রী এবং বো’য়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠজন। দক্ষিণ-পূর্ব ডেনমার্কের মোন দ্বীপের মধ্যযুগীয় মেগলবাই চার্চে বসে বিয়ের আসর। বিয়ের পর ড্যানিস প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের বিয়ের ছবি শেয়ার করেন। বর বো টেংবার্গের বয়স প্রায় ৫৫-এর কাছাকাছি। ড্যানিস প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসের বয়স প্রায় ৪২ বছর। দীর্ঘদিনের সম্পর্ক দুজনের। কিন্তু সম্পর্ক থাকলেও কিছুতেই বিয়ে করে উঠতে পারছিলেন না তারা। গত বছর ২৭ জুন ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ফ্রেডেরিকসেন। -এএফপি

সর্বশেষ খবর