শনিবার, ১৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানি নূর মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের

তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) নেতা নূর আলি মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা করেছে জাতিসংঘ। আল-কায়দার সঙ্গে হাত মিলিয়ে অর্থায়ন, পরিকল্পনা ও কুকর্ম করছিল মেসুদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএল এবং আল-কায়দা কমিটি বৃহস্পতিবার ৪২ বছরের মেসুদকে সন্ত্রাসবাদীদের তালিকাভুক্ত করেছে।

২০১৮ সালে মাওলানা ফজলুল্লাহর মৃত্যুর পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান হয় মেসুদ। ২০১১ সালের জুলাই মাস থেকেই আল-কায়দা যোগাযোগের কারণে টিটিপিকে কালো তালিকাভুক্ত করে জাতিসংঘ। পাকিস্তান ও আফগানিস্তানে আল কায়েদার জঙ্গি সংগঠনকে মজবুত করার দায়িত্ব নিয়েছিল নূর। তাঁর ইশারাতেই আফগানিস্তানে মার্কিন ও আফগান সেনার একের পর এক হামলা হতো। পাকিস্তনে বসে আফগানিস্তানে জঙ্গি হামলা চালানোর মদদ দিত। সবদিক বিবেচনা করে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হল। নূরের নেতৃত্বে একাধিকবার পাকিস্তানে জঙ্গি হামলা চালিয়েছে টিটিপি। টাইমস স্কোয়ারে বোমাবাজির ঘটনার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন। ২০১০ সালে মার্কিন কনস্যুলেটের বিরুদ্ধে পেশোয়ারে অভিযান চালিয়ে ছয় পাকিস্তানিকে হত্যা করে এই সংগঠনের জঙ্গিরা।

সর্বশেষ খবর