শিরোনাম
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা শনাক্ত কম দেখাচ্ছে পাকিস্তান!

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভুল তথ্য আর পর্যাপ্ত পরীক্ষা না করায় কম করোনা শনাক্তের কারণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দ্রুত করোনা আক্রান্ত দশ দেশের মধ্যে পাকিস্তান একটি। তবে চলতি মাসে করোনা আক্রান্ত এত কমে আসার কারণ কী? এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেনি দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিসংখ্যানও ভিন্ন তথ্য দিচ্ছে। পাকিস্তানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫ হাজার ৫৬৮ জন। গত ১৬ জুলাই পর্যন্ত প্রতি দশ হাজারে একজনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে জুনে ছিল ১ দশমিক ৩ জন।

সর্বশেষ খবর