বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভূমিকম্পের আগাম সতর্কতা দিতে গুগলের পরিকল্পনা

ভূমিকম্পের আগাম সতর্কতা দিতে গুগলের পরিকল্পনা

ভূমিকম্প নিয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা সব সময়ই থাকে। কিন্তু এ এক অদ্ভূদ বিপর্যয়, যার আগাম কোনো আলামত বোঝা যায় না। কোটি বছরের এই সমস্যার সমাধানে হাত দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগল এবং আলফাবেটের সিইও সুন্দর পিচাই টুইটারের মাধ্যমে জানিয়েছেন, তাদের কোম্পানি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চেষ্টা চালাচ্ছে সমুদ্রের তলায় অপটিক্যাল কেবল ফেলে ভূমিকম্প এবং সুনামির আগাম পাওয়া খবর- যা ব্যবহার করা যাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। অপটিক্যাল ফাইবার প্রধানত ব্যবহার করা হয় সেন্সিং অ্যাপ্লিকেশনের জন্য এবং সাধারণত সেসব স্থানে যা প্রায় ১০০ কিলোমিটার দূরে রয়েছে। গুগল একটা প্রযুক্তি বের করেছে যা কাজ করবে ১০ হাজার কিলোমিটার দূরে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটা ব্যবহার করা হবে বর্তমান ফাইভারে যাতে ধরতে সক্ষম হবে সমুদ্রস্তরে কোনো সমস্যা রয়েছে কিনা। গুগল জানিয়েছে, সমুদ্রের তলার কেবল তথ্য খোঁজা তা আদান-প্রদান বাস্তবায়িত করবে গোটা দুনিয়ার আলোর গতিবেগে। এই অপটিক্যাল ফাইবারের তৈরি তার যা পালসিং লাইট ফর্মে তথ্য নিয়ে প্রতি সেকেন্ডে দুই লাখ পাঁচ হাজার  কিলোমিটার বেগে ভ্রমণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর