বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি ‘ভালো হওয়ার আগে আরও খারাপ’ হতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ফের শুরু হওয়া দৈনিক হোয়াইট হাউস করোনা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন। 

এ সময় তিনি মার্কিন নাগরিকদের মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে সবাইকে ‘দেশপ্রেম’ দেখাতে বলেছেন। তবে ব্রিফিংয়ের সময় তিনি নিজেই মাস্ক পরেননি। আর কিছুদিন আগেও এই বিষয়টিকে ‘অস্বাস্থ্যকর’ অভিহিত করে অবজ্ঞা করেছিলেন। যুক্তরাষ্ট্রজুড়ে ভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকার মুখে ট্রাম্পের সহকারীরা ব্রিফিংয়ে তাকে আরও বিবেচনার সঙ্গে কথা বলার জন্য চাপ দিয়েছিলেন বলে জানা গেছে। ইনজেকশনের মাধ্যমে শরীরে কীটনাশক ঢুকিয়ে করোনাভাইরাসের চিকিৎসা করা যেতে পারে, ট্রাম্প এমন লাগাম ছাড়া মন্তব্য করার পর এপ্রিলে হোয়াইট হাউসের এই দৈনিক সংবাদ সম্মেলন বন্ধ হয়ে গিয়েছিল। এবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প তার মহামারী টাস্ক ফোর্সে থাকা সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা যেসব কথা বলে আসছেন মূলত সেগুলোই বলেছেন। তিনি বলেছেন, ‘এটি (মহামারী পরিস্থিতি) ভালো হওয়ার আগে সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে আরও খারাপ হবে। এটি এমন কিছু যা আমি বলতে পছন্দ করি না, কিন্তু পরিস্থিতি এমনই।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর