বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
কাশ্মীর নিয়ে মিথ্যাচার

ব্রিটিশ এমপিদের পাকিস্তান দিয়েছিল ৩০ লাখ রুপি

প্রতিদিন ডেস্ক

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের আচার-আচরণ সম্পর্কে মিথ্যাচার করার জন্য ব্রিটিশ এমপিদের একটি দলকে পাকিস্তানের ইমরান খান সরকার ৩০ লাখ রুপি উপহার দিয়েছিল। সম্প্রতি বিষয়টি পত্রপত্রিকায় ফাঁস হয়ে গেছে। এমনকি অর্থ গ্রহণের রসিদও গোপন রাখা যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারির ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত ১৭ সদস্যের এই ব্রিটিশ সংসদীয় দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর সফর করে। দলটির নেতৃত্ব দেন হাউস অব কমন্সের মহিলা সদস্য ডেবি এব্রাহামস। জি-নিউজ জানায়, লেবার পার্টির এমপি ডেবি এব্রাহামস ১৭ ফেব্রুয়ারি দিল্লি আসেন। কিন্তু তার ই-ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাকে ভারত থেকে দুবাই পাঠিয়ে দেওয়া হয়। পরদিনই তিনি দুবাই থেকে বিমানযোগে পাকিস্তান যান। সেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় দুই দফায় তাকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারিতে টুইট বার্তায় ডেবি বলেন, ভারত আমায় অন-অ্যারাইভাল ভিসা দিতে পারত। কেন দিল না? দেয়নি কারণ আমি ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সমালোচনা করেছি। জম্মু ও  কাশ্মীরে মানবাধিকার সমস্যার প্রতিকার চেয়েছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর