শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

গরিবদের সাহায্য করে ভাইরাস ঠেকানো সম্ভব : জাতিসংঘ

গরিবদের সাহায্য করে ভাইরাস ঠেকানো সম্ভব : জাতিসংঘ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর গরিবদের সাহায্য করাটা জরুরি বলে জানিয়েছে জাতিসংঘ। উন্নয়নশীল দেশগুলোতে যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের ঘরে রাখতে বা করোনাভাইরাস সংক্রান্ত গাইডলাইনগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে তাদের মৌলিক চাহিদা পূরণ করা জরুরি বলে মত বিশ্ব সংস্থাটির। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দরিদ্রতম মানুষদের জন্য অস্থায়ী প্রাথমিক আয় নিশ্চিত করে প্রায় ৩০০ কোটি মানুষকে ঘরে থাকার ব্যবস্থা করা গেলে করোনার সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। এতে বলা হয়েছে, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ১৩২টি উন্নয়নশীল দেশে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত ২৭০ কোটি মানুষের সুরক্ষার জন্য ২০ হাজার কোটি ডলার প্রয়োজন হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ উদ্যোগ নেওয়া সম্ভব। এটা এখন জরুরিভাবে প্রয়োজন। এই মহামারীতে গোটা বিশ্বে এখন প্রতি সপ্তাহে ১০ লাখের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে ১০ জনের মধ্যে সাতজন বিভিন্ন অস্থায়ী কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং যারা বাড়িতে বসে থাকলে কোনো উপার্জন করতে পারবেন না তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

সর্বশেষ খবর