শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

কবে আসতে পারে ভ্যাকসিন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কবে আসতে পারে ভ্যাকসিন জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়ালের রিপোর্ট সামনে আসার পরই আশা দেখতে শুরু করেছে মানুষ। তবে কী ২০২০-তেই আসবে ভ্যাকসিন? এ বিষয়ে এবার মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। বুধবার এ প্রসঙ্গে ‘হু’-এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের গবেষণার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শেষ পর্যায়ের ট্রায়াল চলছে কোথাও কোথাও। তবে ২০২১-এর প্রথম দিকের আগে কোনো ভ্যাকসিনের আশা করা উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তা মাইক রায়ান বুধবার সোশ্যাল মিডিয়ার এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা বেশ ভালো অগ্রগতি করে ফেলেছি। অনেক ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এবং সুরক্ষা বা অ্যান্টিবডি তৈরি করার দিক থেকে দেখলে কোনোটিই এখনো পর্যন্ত ব্যর্থ হয়নি। কিন্তু বাস্তবসম্মতভাবে দেখলে বলতে হবে আগামী বছরের আগে আমরা সাধারণ মানুষকে এই টিকা দিতে পারব না।’ এর কারণ হিসেবে হু বলছে, তারা নিশ্চিত করতে চায় গোটা বিশ্বে করোনার ভ্যাকসিন সমহারে বণ্টন হচ্ছে। রায়ান বলছিলেন, ‘এটা গোটা বিশ্বের সমস্যা। করোনার ভ্যাকসিন না দরিদ্রের জন্য না ধনীদের জন্য। এটা সবার জন্য। আর আমাদের সেটা নিশ্চিত করতে হবে।’ আমেরিকা ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে।

সর্বশেষ খবর