শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র আর ‘নিরাপদ দেশ নয়’

যুক্তরাষ্ট্র শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘন করায় তাদের সঙ্গে কানাডার শরণার্থীবিষয়ক চুক্তি অকার্যকর হয়ে গেছে বলে রায় দিয়েছেন দেশটির ফেডারেল আদালতের একজন বিচারক। ২০০৪ সাল থেকে বহাল থাকা সেইফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্ট (এসটিসিএ) অনুযায়ী, শরণার্থী দাবিদাররা প্রথম যে নিরাপদ দেশে তারা পৌঁছবেন সেখানে সুরক্ষার অনুরোধ জানাতে পারবেন। কিন্তু যুক্তরাষ্ট্র শরণার্থীদের বন্দী করতে পারে এমন সম্ভাবনা থাকার কারণে বুধবার কানাডার ফেডারেল আদালতের বিচারক অ্যান ম্যারি ম্যাকডোনাল্ড এই চুক্তিকে সংবিধানবিরোধী বলে ঘোষণা দিয়েছেন। কানাডার সীমান্ত থেকে যেসব শরণার্থীকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের আইনজীবীরা    চুক্তিটির বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। তাদের যুক্তি, শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র আর ‘নিরাপদ’ নয়।

সর্বশেষ খবর