শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সূর্য যদি মরে যায় তারপর কী হবে?

সূর্য যদি মরে যায় তারপর কী হবে?

পৃথিবীতে যে প্রাণের অস্তিত্ব তার মূলে রয়েছে সূর্য। এই সূর্যকে ঘিরেই শত শত গ্রহ উপগ্রহের টিকে থাকা। প্রাণী ও উদ্ভিদ উভয়েরই বেঁচে থাকতে দরকার সূর্যের আলো। কোটি কোটি বছর ধরে বেঁচে আছে  আমাদের সূর্য। কিন্তু এই সূর্য যদি কোনো দিন মরে যায় তা হলে কী হবে? বিজ্ঞানীরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন বহুদিন।

ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একদল গবেষক তাদের একটি গবেষণাপত্র সম্প্রতি প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিনে। গবেষণায় বলা হয়েছে, বোঝা গেছে সূর্যের শেষ হতে এখনো কয়েক লাখ বছর বাকি। পৃথিবীতে এই প্রাণের বেড়ে ওঠা এবং তাদের জীবন চক্রের ক্ষেত্রে এক অন্যতম ভূমিকা নিয়ে থাকে এই সূর্য। গবেষকরা বলছেন, কয়েক লাখ বছর পরে পৃথিবীর সব হাইড্রোজেন গ্যাস এবং অন্যান্য উপাদান শেষ হয়ে যাবে তারপরে তা কেবলমাত্র একটু উজ্জ্বল গ্যাস এবং ধুলো যুক্ত একটি রিং এ পরিণত হবে। এই নয়া বস্তুর জ্যোতির্বিজ্ঞান অনুসারে নাম প্ল্যানেটারি নেবুলা। তা মূলত শুক্র গ্রহের কক্ষপথ পর্যন্ত প্রসারিত হতে পারে। বা তার বেশিও হতে পারে। তার একটি ছবি প্রকাশ কড়া হয়েছে। রাতের আকশের ক্ষেত্রে এই প্ল্যানেটারি নেবুলা অতীব সুন্দর একটি দেখার জিনিস। সাধারণ মানুষের মতো এক দিন সূর্যেরও শেষ হবে। সেও পরিবর্তিত হবে এক নয়া রূপে। যদিও এই নেবুলা প্রায় ১০০০০-২০০০০ বছর পরে  দেখা যাবে।

সর্বশেষ খবর