শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের দমন পীড়নে উদ্বেগ জাতিসংঘের

যুক্তরাষ্ট্রে পোর্টল্যান্ডসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর বেআইনিভাবে ধরপাকড় চালানো হচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিক্ষোভকারীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের ওপর অযথা শক্তিপ্রয়োগজনিত পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোসহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা ‘সন্ত্রাসী’ ও ‘লুটেরা’! বিক্ষুব্ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙতে থাকায় ট্রাম্প তাদের দশ বছরের কারাদন্ডের হুঁশিয়ারিও দিয়েছেন।

সর্বশেষ খবর