রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা
নতুন পডকাস্টের সম্প্রচার

কে হচ্ছেন মিশেলের প্রথম অতিথি?

কে হচ্ছেন মিশেলের প্রথম অতিথি?

আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার উপস্থাপনায় নতুন পডকাস্টের সম্প্রচার। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি কে হবেন তা নিয়ে কৌতূহল উঁকি দিচ্ছিল মানুষের মনে। শুক্রবার (২৪ জুলাই) সব জল্পনার অবসান ঘটিয়ে মিশেল জানালেন তার স্বামী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন প্রথম পর্বের অতিথি। খবর এএফপির। ‘দ্য মিশেল ওবামা পডকাস্ট’ সম্প্রচারিত হবে স্পটিফাইতে। ধারাবাহিকভাবে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়া হবে সেখানে। প্রতি পর্বে একজন করে অতিথি থাকবেন। শুক্রবার এক টুইটার পোস্টে সঞ্চালক মিশেল লিখেছেন, ‘মিশেল ওবামা পডকাস্টে কে অতিথি হচ্ছেন তা নিয়ে আপনাদের আর অপেক্ষায় রাখতে চাই না। আমার মা, আমার বান্ধবী, আমার সহকর্মী এবং আরও অনেকে তা জানার অপেক্ষায় আছেন।

২৯ জুলাই আমার অতিথি হচ্ছেন আপনাদের খুব পরিচিত মুখ বারাক ওবামা।’

টুইটারে কয়েকজন ভবিষ্যৎ অতিথির নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ভ্যালেরি জ্যারেট ও টক শো উপস্থাপক কোনান ও’ব্রিয়েন।

‘দ্য মিশেল ওবামা পডকাস্টর প্রযোজনা করছে হাইয়ার গ্রাউন্ড প্রডাকশন্স। ২০১৮ মালে বারাক ওবামা ও মিশেল ওবামা যৌথভাবে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। নেটফ্লিক্সের সঙ্গে কন্টেন্ট নিয়ে চুক্তি রয়েছে কোম্পানিটির। হলিউডের সংবাদমাধ্যম ভ্যারাইটির তথ্য অনুযায়ী, পডকাস্টের প্রথম পর্বে করোনাভাইরাস সংকট, পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলা বিক্ষোভসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে। এর আগেও বিভিন্ন পডকাস্টে অংশ নিয়েছেন ওবামা। সর্বশেষ ২০১৭ সালে ‘পড সেভ আমেরিকা’ তে দেখা গিয়েছিল তাকে। তার সাবেক কয়েকজন কর্মী ও বক্তব্য লেখক এ পডকাস্টটির আয়োজক ছিলেন।

প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও ২০১৮ সালের নভেম্বরে প্রকাশিত তার ‘স্মৃতিকথা’মূলক বই ‘বিকামিং’র জন্য বিশ্বজুড়ে বেশ সুনাম কুড়িয়েছেন। তখন থেকে বইটির ১ কোটি ১৫ লাখ কপি বিক্রি হয়েছে। বইটির আলোকে একটি প্রামাণ্যচিত্রও তৈরি হয়েছে। গত মে মাসে তা নেটফ্লিক্সে প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর