সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

কান্দাহারে পাকিস্তানি আইডি কার্ডধারী ১৪ সন্ত্রাসীর মৃতদেহ

প্রতিদিন ডেস্ক

পাকিস্তান সরকার সব সময় দাবি করে যে, তারা কোনো সন্ত্রাসীকে মদদ করে না। কিন্তু কদিন আগে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের দুই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানকালে নিহত ১৪ জন সন্ত্রাসীর দেহ তল্লাশি করে পাকিস্তানি পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা খাআমা জানায়, এই ঘটনার মধ্য দিয়ে আবারো জানা গেল, আফগানিস্তানে অস্থিরতা সৃষ্টির জন্য তালেবানদের পাকিস্তান সহায়তা করছে। কান্দাহার প্রদেশের পুলিশ প্রধান জেনারেল তাদিন খান আচকজাই বলেন, মারুফ জেলায় পাঁচজন ও আরগিস্তান জেলায় ৯ জন সন্ত্রাসী নিহত হয়। আবদুল গনি, আবদুল গফপার, সানা উল্লাহ, নকিবউল্লাহ, ওবাদুল্লাহ ও আবদুল মালিক নামের সন্ত্রাসীদের কাছে উর্দুতে নাম লেখা আইডি কার্ড পাওয়া যায়। এর আগে, আরেক অভিযানে ১২ জন পাকিস্তানিসহ ২৫ জন তালেবান সন্ত্রাসী মারা যায়। তখত-ই-পোল শহরে ওই অভিযানে বিমান হামলা চালিয়েছিল ন্যাটো। সশস্ত্র গ্রুপ আইএসকেপির নেতা আবদুল্লাহ ওরাকজাই ওরফে আসলাম ফারুকী গ্রেফতার হওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সংযোগের বিষয়টি সামনে আসে। তালেবানবিষয়ক জাতিসংঘের স্যাংশন কমিটি ২০১৯ সালে তাদের এক রিপোর্টে জানায়, আফগানিস্তানের কুনার ও নানগরহর জেলায় লশকর-ই-তৈয়বার প্রায় ৫০০০ সন্ত্রাসী সক্রিয় রয়েছে। লস্করের ঘাঁটি পাকিস্তানে।

সর্বশেষ খবর