শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তানে সাড়ে ৬ হাজার পাকিস্তানি জঙ্গি!

আফগানিস্তানে সাড়ে ৬ হাজার পাকিস্তানি জঙ্গি!

আফগানিস্তানে পাকিস্তান থেকে যাওয়া প্রায় সাড়ে ছয় হাজার জঙ্গি রয়েছে। এদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপি’র সদস্য। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই জঙ্গিরা দুই দেশের জন্যই হুমকি। জাতিসংঘের অ্যানালাইটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন্স মনিটরিং টিমের এটি ২৬তম প্রতিবেদন। আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের ওপর নজর রেখে এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, আফগানিস্তানে সবচেয়ে বেশি রয়েছে তেহরিক-ই তালিবান পাকিস্তানের জঙ্গি। এরপর রয়েছে জামাত-উল-আহার ও লস্কর-ই-ইসলামের সদস্য। টিটিপির অনেক সাবেক সদস্য এখন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ট-খোরাসানে যোগ দিয়েছেন। তারা চাইছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গি সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে আসতে। জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ পাকিস্তান কখনো মানতে চায় না। সম্প্রতি আফগানিস্তানে নিহত জঙ্গির দেহ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মেলার পরও ইমরান খান সরকার বিষয়টি অস্বীকার করে। তবে জাতিসংঘের প্রতিবেদনে বোঝা যাচ্ছে, দেশটি এখনো জঙ্গিদের সমর্থন মদদ দিয়ে চলেছে।

সর্বশেষ খবর