মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর সিঙ্গাপুরের ইয়েওর দোষ স্বীকার

প্রতিদিন ডেস্ক

জুন উই ইয়েও নামে সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচর হিসেবে কাজ করতেন বলে গত ২৪ জুলাই স্বীকার করেছেন। মার্কিন বিচার বিভাগ এই তথ্য দিয়েছে বলে ‘দ্য হিন্দু’ পত্রিকার এক খবরে প্রকাশ।

এফবিআইর ওয়াশিংটন অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক টিমোথি আর স্লেটার জানান, মি. জুন উই ইয়েও প্রথমে খুঁজে নিতেন সরকারের গুরুত্বপূর্ণ অফিস বা সংস্থায় অতি গোপনীয় কাগজপত্র নাড়াচাড়া করার সুযোগপ্রাপ্ত ব্যক্তিদের। তারপর এদের দিয়ে সরকারি তথ্য হাতিয়ে নিতেন। এ জন্য এদের দিনভিত্তিক পয়সা-কড়ি দিতেন। স্বীকারোক্তিতে মি. ইয়েও (যার আরেক নাম ডিকসন ইয়েও) বলেন, গুপ্ত কাজে মার্কিনিদের প্রলুব্ধ করার লক্ষ্যে তিনি কয়েকটি নেটওয়ার্কিং সাইট খোলেন। এ ছাড়া চালু করেছিলেন ভুয়া কনসাল্টিং কোম্পানি। এভাবে সংগৃহীত নাজুক তথ্যাবলি তিনি তুলে দিতেন চীনা গোয়েন্দাদের হাতে। মি. ইয়েও ২০১৫ থেকে চীনা গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন। গোড়ার দিকে তিনি এশিয়ার বিভিন্ন দেশের সরকারি স্পর্শকাতর তথ্যাবলি সংগ্রহ করতেন। পরে নজর দেন যুক্তরাষ্ট্রের ওপর। যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে বিদেশি শক্তির এজেন্ট হিসেবে কাজ করা গুরুতর অপরাধ। ইয়েও নিজেই শুধু কুকাজ করলেন তা নয়। গুপ্তচর হওয়ার জন্য অন্যদেরও রিক্রুট করেছেন।

 

সর্বশেষ খবর