বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনাই বিশ্বের ভয়ঙ্করতম জরুরি অবস্থা

করোনাই বিশ্বের ভয়ঙ্করতম জরুরি অবস্থা

করোনাভাইরাসই বিশ্বের ইতিহাসে ভয়ঙ্করতম  মহামারী। এর চেয়ে ভয়াবহ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) এর আগে কখনো পড়তে হয়নি।  সোমবার এ কথা বলছেন, হু এর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসিস। ওই দিন এক সংবাদ  সম্মেলনে হু প্রধান বলেন, ‘এই নিয়ে ষষ্ঠবার স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল স্বাস্থ্য সংস্থা। তবে নিশ্চিতভাবেই বলা যায়,   এই ছয়বারের মধ্যে এটাই  সবচেয়ে খারাপ অবস্থা।’ তেদরোস বলেন, সংক্রমণ ছড়ানোর ৬ মাস পরেও এ ভাইরাস গতি বাড়াচ্ছে। শুধু গত ৬ সপ্তাহেই বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তিনি জানান, বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতি পর্যালোচনার জন্য চলতি সপ্তাহে হু’এর জরুরি কমিটির বৈঠকের আহ্বান করবেন তিনি। করোনাভাইরাস মহামারীর আগ পর্যন্ত হু যে পাঁচ বার জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছিল তার মধ্যে দুটি ইবোলার প্রাদুর্ভাব নিয়ে ও একটি করে জিকা, পোলিও ও সোয়াইন ফ্লু নিয়ে।    কিন্তু কোনো ক্ষেত্রেই এবারের মতো পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। চীন করোনাভাইরাসের বিপদ নিয়ে হু-কে সতর্ক করেছিল ঠিক ছয় মাস আগে। গত ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা করে হু। আগামীকাল করোনাকে মহামারী ঘোষণার ছয় মাস পূর্ণ হতে চলছে। এর মধ্যে বহু ঢিলেমির অভিযোগ ওঠেছে। আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির কারণে করোনা আজ মহামারীর আকার নিয়েছে। আবার হু দাবি করেছে, আমেরিকাসহ বহু দেশ তাদের দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। কারণ যাই হোক, করোনা আজ বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে এর কবলে পড়েছেন প্রায় পৌনে দুই কোটি মানুষ। মারা গেছে ছয় লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিপদ এখনো বাকি আছে। এই মহামারী থেকে বাঁচার  একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, সেখানে সংক্রমণ কমছে। যেখানে মানা হচ্ছে না, সেখানে বাড়ছে। অনেক দেশ ধরেই নিয়েছিল, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা। সেসব দেশেও নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে।

এদিকে হু এর জরুরি কর্মসূচির পরিচালক মাইক  রায়ান বলেছেন, ‘খুব বেশিদিন ধরে সীমান্ত বন্ধ করে রাখা একটি দেশের পক্ষে প্রায় অসম্ভব; অর্থনীতি    সচল করতে হবে, মানুষকে কাজ করতে দিতে হবে, ব্যবসা বাণিজ্য খুলে দিতে হবে।

সর্বশেষ খবর