বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা
সংক্রমণের দ্বিতীয় ঢেউ

দেশে দেশে ভ্রমণ বিধিনিষেধ

দেশে দেশে ভ্রমণ বিধিনিষেধ

বিশ্বজুড়ে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মুখে এশিয়া, ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের অনেকগুলো দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের দিকে ঝুঁকছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এশিয়ার ভিয়েতনামসহ কয়েকটি দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে, ব্রিটেনে আকস্মিকভাবে স্পেন থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করায় ইউরোপে গ্রীষ্মকালে ফের সবকিছু খুলে দেওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। জুন থেকে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকা যুক্তরাষ্ট্র এখনো সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করছে। শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষে থাকা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ানের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে। দেশটির এ ভাইরাসে আক্রান্ত সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি এবং প্রেসিডেন্ট সংক্রমণের ঝুঁকিতে নেই। ভাইরাস নিয়ন্ত্রণে আনা গেছে বলে ধারণা করা বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ায় দৈনিক সংক্রমণ বৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। মেলবোর্নে নতুন প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর কর্মকর্তারা দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে ছয় সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছে। বাসিন্দাদের সবার জন্য মাস্ক বাধ্যতামূলকও করা হয়েছে।

সর্বশেষ খবর