বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় সাফল্য দাবি মোদির

করোনা মোকাবিলায় সাফল্য দাবি মোদির

করোনাভাইরাস মোকাবিলায় ভারত ভালো পরিস্থিতিতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তার দেশ এ সাফল্য পেয়েছে বলে দাবি করেন। স্থানীয় সময় সোমবার নয়ডা, মুম্বাই ও কলকাতায় আইসিএমআর’র টেস্টিং ল্যাবরেটরির ভার্চুয়াল উদ্বোধনের সময় এসব কথা বলেন মোদি। দেশে স্বাস্থ্য পরিষেবার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী মোদি জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ৫ লাখের বেশি করোনা টেস্ট হচ্ছে। আগামী দিনে তা ১০ লাখ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পিপিই কিট প্রস্তুতকারী দেশ। ৬ মাস আগে একটিও ছিল না। এখন ১২০০-র বেশি পিপিই প্রস্তুতকারী সংস্থা রয়েছে।

সর্বশেষ খবর