বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা
ভারত বিরোধিতার পুরস্কার!

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে সর্বোচ্চ সম্মাননা দিল পাকিস্তান

দীর্ঘদিন ধরে ভারত সরকারের বিরোধিতা করার পুরস্কার পেলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির আগে তাকে পাকিস্তান তাদের সর্বোচ্চ সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননা দিল। গতকাল তাকে ওই সম্মান দেওয়ার কথা ঘোষণা করে ইসলামাবাদ।

আগামী ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি হচ্ছে। ওই দিনটিতে ভারতের মানুষ যখন রাম মন্দিরের ভূমিপুজোর সাক্ষী থাকবে ঠিক তখনই কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান কালো দিবস পালন করারও ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, ১৯৯০ সাল থেকে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন অল ইন্ডিয়া হুরিয়ত কনফারেন্সের প্রধান সৈয়দ আলী শাহ গিলানি।

সর্বশেষ খবর