বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

কারাগারে নিপীড়নের শিকার উত্তর কোরিয়ার নারীরা

কারাগারে নিপীড়নের শিকার উত্তর কোরিয়ার নারীরা

বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন একটি দেশ উত্তর কোরিয়া। সেখানে কোনো ঘটনা ঘটলে তা সচরাচর পাওয়া যায় না। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদন থেকে জানা গেল, দেশটির কারাগারে আটক নারীরা নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মকর্তাদের হাতে নির্যাতন, ধর্ষণ ও ‘একাধিক ও গুরুতর’ সহিংসতার শিকার হচ্ছেন। শতাধিক নারীর দেওয়া নির্যাতনের বিবরণ সংবলিত এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। যেসব নারী ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে পালাতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের দেশটির সরকার কারাগারে পাঠিয়েছিল। মুক্তির পর এদের প্রায় সবাই দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সক্ষম হন। সেখানে তারা জাতিসংঘ তদন্ত কর্মকর্তাদের কাছে উত্তর কোরিয়ার আটক কেন্দ্র ও বন্দিশিবিরগুলোতে নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

সর্বশেষ খবর