বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুই সপ্তাহেই দারুণ খবর দেব : ট্রাম্প

দুই সপ্তাহেই দারুণ খবর দেব : ট্রাম্প

মার্কিন নির্বাচনের আর সাকুল্যে বাকি মাস তিনেক। আবার হোয়াইট হাউসে যেতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভোটের দৌড়ে এখনো কিছুটা পিছিয়ে পড়লেও কোনো চমক দিয়ে ভোটারদের মন জয় করতে সব চেষ্টাই করছেন ট্রাম্প। তাই তো গতকাল তিনি করোনার প্রতিষেধক নিয়ে চমক জাগানিয়া আশার কথা শোনালেন। বললেন, ‘আর ঠিক দুই সপ্তাহ অপেক্ষা করুন। করোনা মোকাবিলায় এবার সত্যিই দারুণ ভালো খবর দিতে চলেছি।’

‘টিকা-যুদ্ধ’ জিততে মরিয়া মার্কিন বায়োটেকনোলজি সংস্থা মডার্না এবং ফাইজার-ও। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে জোট বেঁধে গত সোমবারই নেমে পড়েছে মাঠে। ভ্যাকসিন ক্যান্ডিডেটের তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন। আর এই ওষুধ তৈরির জন্য কিন্তু ট্রাম্প প্রশাসন মডার্না এবং ফাইজারকে এক বিলিয়ন ডলার (প্রায় ৮৫০০ কোটি টাকা) অনুদান দিয়েছে। কোম্পানি দুটি ভ্যাকসিন তৈরিতে ব্যর্থ হলেও এই অর্থ তাদের ফেরত দিতে হবে না। ট্রাম্পের ধারণা দুই সপ্তাহের মধ্যে এই ৩০ হাজার স্বেচ্ছাসেবীর পরীক্ষা সফল হবে এবং তিনি এর ফায়দা লুটতে পারবেন। অবশ্য ওষুধ কোম্পানি দুটি বলেছে, তারা শতভাগ আশাবাদী।

সর্বশেষ খবর